সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ বেসরকারী শিক্ষক সমিতি সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
রবিবার রাতে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় জামায়াত নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন- সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী।
শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বেসরকারী শিক্ষক সমিতি সিলেট জেলা ও মহানগর কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আহমদ আলী, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. গোলাম রব্বানী, সদস্য সচিব মো. শমসের আলী, সদস্য মো. ফয়সল আহমদ, আব্দুল বাছিত, জামাল উদ্দিন ও জসিম উদ্দিন প্রমূখ।
সভায় সকল শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চত করা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ছাত্র-শিক্ষকের সম্পর্ক অক্ষুন্ন রেখে শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। গত ছাত্র-আন্দোলনে কতিপয় দালাল শিক্ষকের বিতর্কিত ভুমিকা থাকলেও হাজার হাজার শিক্ষক ছাত্র-জনতার পাশে ছিলেন। তাই এই বিজয়ে শিক্ষক সমাজের অবদান কোন অংশে কম নয়। আমরা লক্ষ্য করছি সম্প্রতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের হাতে মানুষ গড়ার কারিগর শিক্ষককে লাঞ্চিত হতে হচ্ছে। তাদেরকে জোর করে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। যা খুবই নিন্দনীয় ও গর্হিত কাজ। কোন শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি কিংবা অনিয়মের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে আবেদন করতে হবে। কোন অবস্থাতেই শিক্ষকের সাথে বেয়াদবী করার সুযোগ নেই। এ ব্যাপারে জাতির আগামীর কর্ণধার শিক্ষার্থীদেরকে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখতে হবে।