কুমারপাড়া পয়েন্টস্থ ইউএসবি এক্সপ্রেস পার্সেল ও অভিযান চালিয়ে মূসক চালান প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২০ বস্তা জর্দা উদ্ধার করেছে কাস্টমস বিভাগ। আজ সোমবার (২ সেপ্টম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবগারী ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা মোঃ এনামুল হক।
তিনি জানিয়েছেন, গত রোববার (১ সেপ্টেম্বর) রাত আটটার দিকে কুমারপাড়া পয়েন্টস্থ ইউএসবি এক্সপ্রেস পার্সেল ও অভিযান চালিয়ে মূসক চালান (মূসক ৬.৩) বিহীন আনুমানিক প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২০ বস্তা জর্দ্দা উদ্ধার করা হয়। চালানটি ঢাকাস্থ দুলাল কেমিক্যালসের মাধ্যমে সিলেটের আজিজ জর্দা স্টোরের কাছে পাঠানো হয়।