ভারতে পালাতে গিয়ে আটক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এখনো সিলেটএম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসধীন। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত থাকলেও এখনো মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন। মেডিকেল সূত্রে জানা যায়, অণ্ডকোষে অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে তার ক্ষত স্থানে ইনফেকশন হয়েছে।
গত ২৩ আগস্ট অবৈধভাবে সিলেটের কানাইঘাটের দনা সীমান্তে আটকের পর শনিবার (২৪ আগস্ট) বিকেলে তাকে আদালতে নেয়া হলে হামলার শিকার হন। এ সময় আদালত চত্বরে তার ওপর বিক্ষুব্ধ জনতা ডিম ও জুতা নিক্ষেপ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা হামলা চালালে তিনি গুরুতর আহত হন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পৌঁছার পর সাবেক বিচারপতি মানিকের শারীরিক অবস্থার অবনতি এবং অণ্ডকোষে রক্তক্ষরণ হলে তাকে সিলেটের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সে রাতেই তার অস্ত্রোপচার হয়।