You are currently viewing বন্যার্তদের জন্য ৫,০০০ স্যালাইন প্রস্তুত করছে শাবিপ্রবির সিইপি বিভাগ

বন্যার্তদের জন্য ৫,০০০ স্যালাইন প্রস্তুত করছে শাবিপ্রবির সিইপি বিভাগ

ডাক ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগ বন্যাকবলিত মানুষের সহায়তায় নিজেদের সম্পৃক্ত করেছে। বিভাগটি বন্যার্তদের জন্য ৫,০০০ প্যাকেট খাবার স্যালাইন প্রস্তুতের লক্ষ্যে কাজ করছে। ইতোমধ্যে প্রায় ১০০০ খাবার স্যালাইন তৈরি করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পাঠানো হয়েছে।

ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে শাবিপ্রবির দলটি ফেনীর সদর হাসপাতাল, সোনাগাজী, ছাগলনাইয়া এবং কুমিল্লার মনোহরগঞ্জ এলাকায় ত্রাণ বিতরণ করেছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল-পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্যারাসিটামল, এমব্রক্স, এমোডিস, স্যাভলন ক্রিম, স্যাকলো, বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত স্যালাইন, খেজুর, টোস্ট বিস্কুট, মুড়ি, নাট অ্যান্ড ক্রিম বিস্কুট এবং ২৫০ মিলিলিটারের দুধের প্যাকেট। প্রায় ৩০০ পরিবারেব কাছে পাঠানো হয়েছে এই ত্রাণ সামগ্রী।

এই ত্রাণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সিইপি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সিইপি ফ্র্যাটারনিটি এবং সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার অফ এআইসিএইচই(অওঈযঊ)। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় ত্রাণ কার্যক্রম দ্রুত ও সঠিকভাবে পরিচালিত হয়েছে।

Leave a Reply