বাংলাদেশে বিনিয়োগ করে সফল দুই যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী শাহার উদ্দিন আহমেদ ও রেজাউল কবির রাজা চ্যানেল এস এর সাথে আলাপকালে এই অভিমত ব্যক্ত করেন।
দেছি ওয়েডিং ও দেছি লাউঞ্জসহ ইংল্যান্ডে দুই যুগ ধরে একাধিক ব্যবসা সুনামের সাথে করছেন শাহার উদ্দিন আহমেদ। অন্যদিকে দ্য রাজা অব কেন্ট রেস্টুরেন্ট, দ্য কিং হোটেলসহ নানা সেক্টরে ব্যবসা করে নিজেকে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন রেজাউল কবির রাজা।
এই দুই ইউকে প্রবাসী ব্যবসায়ী প্রায় ৩ বছর আগে আরো কয়েকজন প্রবাসী বিনিয়োগকারীকে নিয়ে সিলেটের জিন্দাবাজারে রিচমন্ড হোটেল এন্ড রেস্টুরেন্ট ও বলরুমে বিনিয়োগ করে করে আজ সফল।
সিলেটের এই দুই কৃতিসন্তান শাহার উদ্দিন আহমেদ ও রেজাউল কবির রাজা জানালেন অতীতে বাংলাদেশে বিনিয়োগ করে অনেকের তিক্ত অভিজ্ঞতা থাকতে পারে। তবে বর্তমানে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশে বিনিয়োগের প্রচুর অপচুরনিটিও আছে। নতুন আরো প্রজেক্টে নিজেরা বিনিয়োগ করার তথ্য জানিয়ে এই দুই ব্যবসায়ী অন্য প্রবাসীদেরকেও বিনিয়োগের আহবান জানালেন।
শুধু মুনাফা অর্জন নয়, বাংলাদেশে বিনিয়োগ করলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জন্মভূমির অর্থনীতিতে নিজেদের কিছুটা হলেও সম্পৃক্ততা হচ্ছে- এাঁই তাদের কাছে সবচেয়ে বড় আত্মতৃপ্তি-জানালেন শাহার উদ্দিন আহমেদ ও রেজাউল কবির রাজা।
প্রবাসীরা বাংলাদেশে একটু যাচাই বাছাই করে চাহিদাসম্পন্ন সেক্টরে বিনিয়োগ করলে তারা সফল হবেন
Published on