ঘোষণা দিয়ে অ্যাকশনে নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ। আবারও দখল হওয়া মহানগরের সড়ক-ফুটপাত থেকে ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের (হকার্স) উচ্ছেদে রবিবার বেলা সাড়ে ১১টা থেকে অভিযানে নামে সিসিকের টিম। আজ নগর ভবন প্রাঙ্গণ থেকে শুরু করে অম্বরখানা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়.
অভিযানে নেতৃত্ব দেন সিসিকের প্রশাসক ও সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি)। প্রথম দিন শুধু হাকারদের সরিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে তারা সড়ক বা ফুটপাতে বসলে শাস্তির আওতায় নিয়ে আসা হবে।