সরকার পতনের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য পদত্যাগ করেন। এরপর থেকে এই দুই পদ ফাঁকা। নতুন করে কাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তা নিয়ে চলছে জল্পনা। শিক্ষকরা বলছেন, কাউকে দায়িত্ব না দেওয়া পর্যন্ত হল খুলে দেওয়া, প্রশাসনিক কার্যক্রম চালু ও ক্লাস-পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। যত দ্রুত সম্ভব উপাচার্য নিয়োগ দেওয়া প্রয়োজন। জানা গেছে, আগামী সপ্তাহে নতুন উপাচার্য পেতে পারে শাবি ও সিকৃবি।
এই দুই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হতে পারেন– এমন অন্তত ১২ শিক্ষকের নাম শোনা যাচ্ছে। তারা বিএনপি ও জামায়াতপন্থি বলে জানা গেছে। তবে ক্যাম্পাসে গুঞ্জন আছে, দুটি বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে উপাচার্য নিয়োগ করা হতে পারে। অনেক শিক্ষক চাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া হোক।
Developed with ♥ by Digitive